,
Menu |||

শহিদ দীপিকা রণবীর রসায়নে পদ্মাবতীর ধুন্ধুমার ট্রেলার

সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ :
প্রবা বিনোদন রিপোর্ট : গুণী চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বানশালির নির্মিত ‘পদ্মাবতী’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের আগ্রহের অন্ত নেই।  বহুল প্রতীক্ষিত পদ্মাবতী শুরু থেকে নানা কারণে আলোচনায়। সম্প্রতি প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিংয়ের ফার্ষ্টলুক। আজ প্রকাশিত সিনেমাটির অফিসিয়াল ট্রেলার।
ছবিটির মূল বাজেট ১০০ কোটি টাকা। বানসালির আগের সিনেমাগুলোর মতো এবারো তার দক্ষতার প্রমাণ মিললো ট্রেলারে। ট্রেলারে দীপিকা-শহিদকে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে। এছাড়া শহিদের সংলাপে রাজপুতদের দৃঢ় মনোভাবকে ফুটিয়ে তুলেছেন তিনি। নেতিবাচক চরিত্রে রণবীর সিংয়ের উপস্থিতি দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটিতে রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে পদ্মাবতী।
এই সিনেমা নিয়ে ঝামেলাও কম পোহাতে হয়নি পরিচালক বানশালীকে। রাজস্থানে এই সিনেমার শুটিং শুরু করলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে সেখান থেকে সরিয়ে নিতে হয় ‘পদ্মাবতী’র সেট।
Share
প্রধান সম্পাদক ও প্রতিষ্ঠাতা ॥ শাহাব উদ্দিন আহমেদ বেলাল
প্রধান সম্পাদক কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত।
ফোন ॥ (+৪৪)৭৯৪৪৩০৫৪৮৮
ই-মেইল ॥ probashebangladesh@hotmail.com
Copyright © BY Probashe Bangladesh
Design & Developed BY Popular-IT.Com